দ্রুত বিচার ট্রাইব্যুনালে আবরার হত্যা মামলা
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলা ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ বৃহস্পতিবার আইনমন্ত্রী আনিসুল হক মামলাটি স্থানান্তর করতে প্রয়োজনীয় অনুমোদন দেন বলে জানান আইন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।
তিনি জানান, এর আগে আবরারের পরিবার আইনমন্ত্রীর সাথে দেখা করে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের জন্য অনুরোধ করেন।
আবরারের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে, দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইনের ছয় নম্বর ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরারকে গত বছরের ৭ অক্টোবর শের-ই-বাংলা হলে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতা-কর্মীরা। এই ঘটনায় আবরারের বাবা বরকত উল্লাহ রাজধানীর চকবাজার থানায় বুয়েটের ১৯ ছাত্রের নামে মামলা করেন।
গত বছর ১৩ নভেম্বর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার তদন্ত কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান ঢাকা মহানগর হাকিম আদালতে মামলার অভিযোগপত্র জমা দিয়েছেন।
Comments