স্ত্রী করোনায় আক্রান্ত, কানাডার প্রধানমন্ত্রীকে আলাদা করে রাখা হয়েছে
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগরি-ট্রুডো নতুন করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়, ‘সোফির কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় তার করোনায় আক্রান্ত হওয়ার প্রমাণ পাওয়া গেছে।’
বার্তায় আরও বলা হয়েছে, ‘চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে কিছুদিনের জন্যে আলাদা করে রাখা হবে। তার শরীরে করোনার লক্ষণগুলো অতো জোরালো না। তিনি ভালো আছেন।’
‘প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ভালো আছে’ উল্লেখ করে বার্তায় বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রীর শরীরে করোনার কোনো লক্ষণ নেই। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে ১৪ দিনের জন্যে আলাদা করে রাখা হতে পারে।’
ট্রুডোর করোনা পরীক্ষা করা হবে না বলেও বার্তায় উল্লেখ করা হয়েছে।
‘প্রধানমন্ত্রী তার সরকারি কাজ পুরোদমে চালিয়ে যাবেন। তিনি (আজ) জাতির উদ্দেশে ভাষণ দিবেন।’
এর আগে বলা হয়েছিল, সোফি ব্রিটেন থেকে কানাডায় ফেরার পর ‘হাল্কা জ্বর অনুভব করছিলেন। তারপর সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিয়ে তার স্বাস্থ্য পরীক্ষা কার হয়।’
Comments