ত্রাণ পেল ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৪৬ পরিবার
লালমানিরহাটের আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের বাদিয়ারচর গ্রামে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি ত্রাণ দেওয়া হয়েছে। গ্রামবাসীর অভিযোগ, চাহিদার তুলনায় সরকারি সহায়তা খুবই অপ্রতুল। ক্ষতিগ্রস্ত ৩৮টি পরিবার পেয়েছে ২ হাজার করে টাকা ও ২০ কেজি করে চাল। বেশি ক্ষতিগ্রস্ত ৮টি পরিবারকে দেওয়া হয়েছে ১৪ হাজার করে টাকা ও ৩০ কেজি করে চাল।
লালমনিরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে এক মেট্রিক টন চাল ও নগদ ৫৬ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া আদিতমারী উপজেলা প্রশাসন বরাদ্দ দিয়েছে এক লাখ ৩২ হাজার টাকা ও শুকনো খাবার।
বাড়ি-ঘর মেরামত করতে কেউ কেউ চড়া সুদে ঋণ নিয়েছেন। অধিকাংশ পরিবারের দিন কাটছে খোলা আকাশের নিচে। ক্ষতিগ্রস্ত কৃষক কুদরত আলী বলেন, ‘আমি দুই হাজার টাকা ও ২০ কেজি চাল পেয়েছি। এই টাকায় বাঁশ-কাঠ কিনতে পারিনি। অর্থ সংগ্রহের চেষ্টা করছি।’
ঝড়ে জরিনা বেগমের চারটি ঘর সম্পূর্ণ ভেঙে গেছে। তিনি বলেন, ‘সরকারের পক্ষ থেকে ১৪ হাজার টাকা ও ৩০ কেজি চাল পেয়েছি। কিন্তু এটা খুবই সামান্য। চড়া সুদে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে ঘর মেরামত করছি।’
আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস বলেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তরা যেন সরকারিভাবে আরও সাহায্য পান সে চেষ্টা করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. মনসু উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, ক্ষতিগ্রস্তদের সরকারের পক্ষ থেকে ঢেউ টিন দিয়ে সহায়তা করা হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় সাহায্য চেয়ে আরও আবেদন আসছে।
Comments