করোনাভাইরাস

তিনজনের একজন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন

দেশে করোনায় আক্রান্ত তিনজনের একজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।
প্রতীকী ছবি। (সংগৃহীত)

দেশে করোনায় আক্রান্ত তিনজনের একজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

আজ শুক্রবার সকালে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ভবনে সংবাদ বিফ্রিংয়ে আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

তিনি বলেন, ‘করোনায় আক্রান্ত তিনজনের দুজন সুস্থ। তাদের একজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। তৃতীয়জনকে এখনো আলাদা করে রাখা হয়েছে।’

‘গত ২৪ ঘণ্টায় আইইডিসিআর ২৪ জনের কোভিড-১৯ নামের নতুন করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘তাদের কারো মধ্যে নতুন করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।’

এখন পর্যন্ত অন্তত ১৮৭ জনের করোনা পরীক্ষা করা হয়েছে বলেও সংবাদ বিফ্রিংয়ে বলা হয়েছে।

‘করোনাভাইরাসে আক্রান্তের তথ্য গোপন শাস্তিযোগ্য অপরাধ’ পুনর্ব্যক্ত করে আইইডিসিআর প্রধান এ সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে বলেছেন।

তিনি করোনা থেকে নিরাপদে থাকতে সবাই অপ্রয়োজনে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শও দিয়েছেন।

আরও পড়ুন:

করোনাভাইরাস আক্রান্তের তথ্য গোপন শাস্তিযোগ্য অপরাধ

Comments