উহান ফেরত ২৩ বাংলাদেশির কোয়ারেন্টাইন শেষ, করোনায় ভারতে প্রথম মৃত্যু

উহান থেকে ভারতে আসা ২৩ বাংলাদেশি। ছবি: ফাইল ফটো

চীনের উহান থেকে বিশেষ ফ্লাইটে গত ২৭ ফেব্রুয়ারি ভারতে আসা ২৩ বাংলাদেশির কোয়ারেন্টাইন আজ শেষ। ওই বিশেষ ফ্লাইটে আসা ১১২ জনের কেউই করোনাভাইরাসে সংক্রমিত নয় বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। ভারতে নামার পর থেকেই তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয়।

দক্ষিণ দিল্লির ছাওলা এলাকায় ভারত-তিব্বতীয় সীমান্ত পুলিশের তত্ত্বাবধানে তাদের কোয়ারেন্টাইনে রাখা হয় বলে জানিয়েছেন পুলিশের একজন মুখপাত্র।

কোয়ারেন্টাইনে আজ তাদের ১৬তম দিন বলে জানান তিনি।

আজ শুক্রবার তাদের সেখান থেকে ছেড়ে দেওয়ার কথা নিশ্চিত করেছেন তিনি।

সেখানে দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় ও ভারত-তিব্বতীয় সীমান্ত পুলিশের প্রধান এস এস দেশাল আজ তাদের সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে বিদায় জানবেন বলেও উল্লেখ করেন তিনি।

২৩ বাংলাদেশি ছাড়াও ওই ফ্লাইটে ভারতে আসেন ৭৬ জন ভারতীয় নাগরিক। বাকিরা চীন, মিয়ানমার, মালদ্বীপ, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও মাদাগাস্কারের।

দক্ষিণ এশিয়ায় করোনায় প্রথম মৃত্যু ভারতে

করোনায় আক্রান্ত হয়ে দক্ষিণ এশিয়ায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে ভারতের কর্ণাটকে। গতকাল বৃহস্পতিবার রাতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ৭৬ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যুর কথা জানিয়েছে।

কর্ণাটক রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বি শ্রীরামুলু এক টুইট বার্তায় তা নিশ্চিত করে জানিয়েছেন, প্রোটোকল অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তিনি জানিয়েছেন, নিহত করোনা রোগী গত ২৯ ফেব্রুয়ারি সৌদি আরব থেকে কর্ণাটকে ফেরেন। তখন হায়দ্রাবাদ বিমানবন্দরে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সে সময় তার শরীরে কোনো লক্ষণ ছিল না।

শ্বাসকষ্ট ও উচ্চরক্তচাপের কারণে গত ৫ মার্চ তিনি কালবাউরাগির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। পরে তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এর তিন দিন পর তাকে হায়দ্রাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

সেখান থেকে তাকে গত মঙ্গলবার বাড়িতে নিয়ে যাওয়া হয়।

সংবাদ মাধ্যম ডেকান হেরাল্ড জানিয়েছে, ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এ পর্যন্ত ৭৫ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে, কর্ণাটকে আক্রান্ত হয়েছেন চার জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত ১৩টি রাজ্যে করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে ১৭ জন কেরালায়।

Comments

The Daily Star  | English

Wrap up polls preparations by December

Chief Adviser Muhammad Yunus yesterday instructed all relevant authorities to complete preparations by December for the upcoming national election.

1h ago