অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ দর্শকহীন স্টেডিয়ামে
সিডনি ক্রিকেট মাঠে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শুক্রবার (১৩ মার্চ) মুখোমুখি হয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। বৈশ্বিক মহামারী করোনাভাইরাস নিয়ে সতর্কতার অংশ হিসেবে এই ম্যাচটিসহ পুরো সিরিজ হবে দর্শকশূন্য স্টেডিয়ামে।
প্রথম ওয়ানডে মাঠে গড়ানোর আগে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ‘ক্লোজড ডোর’ স্টেডিয়ামে সিরিজ আয়োজনের বিষয়টি নিশ্চিত করে। তারা এক ঘোষণায় বলেছে, যে সব দর্শক টিকিট কিনেছেন, তাদের পুরো অর্থ ফেরত দেওয়া হবে।
আগামী রবিবার সিরিজের দ্বিতীয় ম্যাচের ভেন্যুও সিডনি। এরপর ২০ মার্চ তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে হোবার্টে। তবে করোনা নিয়ে উদ্বেগজনক পরিস্থিতিতে চলতি মাসের শেষদিকে নিউজিল্যান্ডের মাটিতে দুদলের টি-টোয়েন্টি সিরিজ হবে কি-না তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফরও স্থগিত করেছে সিএ। আগামী ২২ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে সেখানে যাওয়ার কথা ছিল সম্প্রতি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া দলটির।
উল্লেখ্য, ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ওয়ানডের সিরিজের শেষ দুই ম্যাচও হবে দর্শকশূন্য মাঠে। আগের দিন ধর্মশালায় প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেসে গেছে। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার শঙ্কায় আসন্ন সব আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ দর্শকহীন স্টেডিয়ামে খেলার নির্দেশ দিয়েছে দেশটির সরকার।
Comments