করোনাভাইরাস

ইতালিতে মৃতের সংখ্যা ১০১৬, বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে চীন

ইতালির একটি মেডিকেল চেকপয়েন্টে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। ছবি: রয়টার্স

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষিত বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে চীনের পর সবচেয়ে ক্ষতিগ্রস্ত ইতালি। ইউরোপের এই দেশটিতে করোনায় আক্রান্ত গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৮৯ জন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, করোনায় ইতালিতে মৃতের সংখ্যা ১ হাজার ১৬ জনে দাঁড়িয়েছে।

ইতালির সেনাপ্রধানও করোনায় আক্রান্ত হয়েছেন। পুরো দেশের প্রায় ছয় কোটি জনগণ অবরুদ্ধ হয়ে আছেন সপ্তাহখানেক ধরে।

করোনায় ইতালিতে গত মঙ্গলবার ১8৮ জনের মৃত্যুর ঘটনায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী লুইজি ডি মাইও চীনের কাছে সহায়তা চান।

এর পরিপ্রেক্ষিতে সেখানে চীন থেকে চিকিৎসকদের একটি বিশেষজ্ঞ দল পাঠানো হচ্ছে বলে জানিয়েছে চীনা সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট।

এর আগে, ইরাক ও ইরানেও করোনাভাইরাস মোকাবিলায় সহায়তা পাঠিয়েছে চীন।

Comments

The Daily Star  | English

Govt calls for patience as it discusses AL issue with parties

Taken the initiative to introduce necessary amendments to the ICT Act, says govt

33m ago