নৌকায় লুকানো ছিল ২ লাখ পিস ইয়াবা
চট্টগ্রামের কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাটে অভিযান চালিয়ে দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। কোস্ট গার্ড জানিয়েছে, ইয়াবাগুলো নৌকার ভেতরে লুকানো ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আজ শুক্রবার ভোর রাতে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইয়াবাগুলো পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। বনদস্যু ও ডাকাত দমন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অবৈধ অনুপ্রবেশ রোধে কোস্ট গার্ড জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোস্ট গার্ডের সদস্যরা নিয়মিত অভিযান চালাচ্ছেন।
Comments