করোনা মোকাবিলায় সার্কভুক্ত দেশগুলোকে এক হওয়ার প্রস্তাব মোদির

করোনাভাইরাস মোকাবিলায় দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) আওতাধীন দেশগুলোতে এক হয়ে শক্তিশালী যৌথ উদ্যোগ নেওয়ার প্রস্তাব দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Narendra Modi
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রয়টার্স ফাইল ফটো

করোনাভাইরাস মোকাবিলায় দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) আওতাধীন দেশগুলোতে এক হয়ে শক্তিশালী যৌথ উদ্যোগ নেওয়ার প্রস্তাব দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

একাধিক টুইটে মোদি বলেছেন, সার্কভুক্ত দেশগুলোর প্রতি প্রস্তাব রাখছি, তারা যাতে করোনাভাইরাস মোকাবিলায় শক্তিশালী উদ্যোগ নেয়। আমাদের নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে আমরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা চালাতে পারি।

‘এক হয়ে আমরা বিশ্বের জন্য উদাহরণ তৈরি করতে পারি। পাশাপাশি স্বাস্থ্যসম্মত বিশ্ব গড়ায় ভূমিকা রাখতে পারি।’

তিনি আরও বলেন, পুরো বিশ্ব কোভিড-১৯ করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে। কিছু কিছু দেশের সরকার ও জনগণ তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে করোনা মোকাবিলার চেষ্টা করছে।

‘বিশ্বের মোট জনগণের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাস করেন দক্ষিণ এশিয়ায়। তাদের সুরক্ষা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালানো উচিত’, বলেন তিনি।

সার্কভুক্ত দেশগুলো হলো— বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালদ্বীপ।

এর মধ্যে, ভারতে করোনাভাইরাসে আক্রান্ত ৭৫ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন একজন।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago