করোনা আতঙ্কে বাতিল গানের অনুষ্ঠান
করোনাভাইরাসের আতঙ্ক সারা বিশ্বে। এই করোনা রোগী শনাক্ত হয়েছে বাংলাদেশেও। তাই এই আতঙ্ক বিরাজ করছে সব মানুষের মনে। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। এর প্রভাব পড়ছে গানের জগতেও।
গানের মানুষরা পারছেন না নিজের গানের প্রচার করতে। সামনে অনুষ্ঠিত অনেকগুলো কনসার্টগুলো স্থগিত রাখতে হচ্ছে শিল্পীদের। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়া নিয়ে স্ট্যাটাস দিয়েছেন।
সংগীতশিল্পী আঁখি আলমগীর লিখেছেন, ‘না আমি মোটেও আতঙ্কিত নই, কিন্তু আমি আগামীকাল (শুক্রবার) থেকে আমার সন্তানদের স্কুলে পাঠাব না। যদি তার জন্য ওদের এক বছর নষ্টও হয়, কিচ্ছু যায় আসে না। যেখানে এতগুলো শো বাতিল হয়ে গেল, আমরা ঘরে সেফ থাকব, স্কুল কেন চলবে?’
সংগীতশিল্পী কনা দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, ’১৩, ১৪, ১৯ ও ২৮ মার্চ আমার শো ছিল। সেগুলো বাতিল হয়েছে।’
সংগীতশিল্পী ন্যান্সি ডেইলি স্টার অনলাইনকে বলেন, ‘১৩ ও ১৯ মার্চ আমার দুটি শো ছিলো, দুটোই বাদ হয়েছে। এই দুটি শো ঢাকাতেই হওয়ার কথা ছিলো। এখন মনে হচ্ছে ঘরে বসেই সময় কাটাতে হবে। আরও বেশকিছু শো নিয়ে কথা হচ্ছিল। সব শো স্থগিত হয়েছে।’
সংগীতশিল্পী ঐশী বলেন, ‘আমার সবগুলো শো বাতিল হয়ে গেছে। আগামী ১৪, ১৭ ২০ ২৮, ২৯ ও ৩০ মার্চের শোগুলো বাতিল হয়ে গেছে।’
Comments