ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ বাতিল
বৈশ্বিক মহামারী নভেল করোনাভাইরাস ভারতেও ছড়িয়ে পড়তে শুরু করেছে। অন্য সব ক্ষেত্রের মতো দেশটির ক্রীড়াঙ্গনকেও নাড়িয়ে দিয়েছে প্রাণঘাতী এই ভাইরাসটি। তাই সতর্কতার অংশ হিসেবে ভাইরাসটির সংক্রমণ ও বিস্তার রোধে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি বাতিল করা হয়েছে।
ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো শুক্রবার (১৩ মার্চ) জানিয়েছে, ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই) সিরিজটি বাতিল ঘোষণা করেছে। এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসন্ন ত্রয়োদশ আসরও পিছিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে তারা।
আরও পড়ুন: করোনা আতঙ্কে পিছিয়ে গেল আইপিএলও
করোনাভাইরাসের উদ্বেগের মাঝেই সিরিজের প্রথম ওয়ানডেতে আগের দিন খেলতে নামার কথা ছিল ভারত ও দক্ষিণ আফ্রিকার। কিন্তু ধর্মশালার প্রকৃতি হয়ে উঠেছিল বড় বাধা। তুমুল বৃষ্টিতে টসই হতে পারেনি। ম্যাচ গেছে তাই ভেস্তে।
ধর্মশালার ম্যাচটিতেই কেবল স্টেডিয়ামে দর্শকদের প্রবেশের সুযোগ ছিল। বাকি দুটি ম্যাচ দর্শকশূন্য মাঠে আয়োজনের কথা জানিয়েছিল বিসিসিআই। কিন্তু করোনা আতঙ্কে গোটা সিরিজটিই বাতিল করা হয়েছে।
এদিকে করোনাভাইরাসের কারণে অস্ট্রেলিয়া প্রতিবেশি দেশ নিউজিল্যান্ডের সঙ্গে নিজেদের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দর্শকশূন্য মাঠে আয়োজন করছে। আর শ্রীলঙ্কার মাটিতে দুই টেস্টের সিরিজ বাতিল করেছে ইংল্যান্ড।
Comments