শাহজালালে করোনা স্ক্রিনিংয়ে স্পেশাল টাস্কফোর্স

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার (করোনাভাইরাস স্ক্রিনিং) জন্য কয়েকটি গ্রুপের সমন্বয়ে স্পেশাল টাস্কফোর্স গঠন করা হয়েছে।
Civil Aviation Authority of Bangladesh-1.jpg
ছবি: সংগৃহীত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার (করোনাভাইরাস স্ক্রিনিং) জন্য কয়েকটি গ্রুপের সমন্বয়ে স্পেশাল টাস্কফোর্স গঠন করা হয়েছে।

আজ শুক্রবার বিমানবন্দরের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এই টাস্কফোর্স গঠন করে।

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আ হ ম তৌহিদুল আহসানকে টাস্কফোর্সের প্রধান করা হয়েছে।

তিনি জানান, স্পেশাল টাস্কফোর্সের সদস্যরা বিমানবন্দরে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম সার্বক্ষণিক তদারকি করবেন।

প্রতিটি টাস্কফোর্সে ২০ জন আনসার সদস্য, পাঁচ জন সুপারভাইজার ও দুজন করে পরিদর্শক রয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে আগত যাত্রীদের চাপ ও অব্যবস্থাপনার কারণে বিমানবন্দরের তিনটি থার্মাল স্ক্যানার অচল হয়ে পড়েছে।

Comments

The Daily Star  | English
DHL Daily Star Bangladesh Business Awards 2023

DHL, Daily Star honour five business luminaries for outstanding achievements

The theme of this year's event is "Bangladesh on the rebound".

9h ago