রৌমারী সীমান্তে বিএসএফ’র হাতে বাংলাদেশি আটক
কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা সাতকড়াইবাড়ী সীমান্ত এলাকা থেকে ইসমাইল হোসেন কালু (৩৪) নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শনিবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জামালপুর ৩৫ ব্যাটালিয়নের দাঁতভাঙ্গা কোম্পানি ক্যাম্পের কমান্ডার সুবেদার উমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল দিবাগত রাত ৯টার দিকে ভারতের দ্বীপচর ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাকে আটক করে। ইসমাইল হোসেন দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউনিয়ারচর গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে।
বিজিবি সূত্র জানায়, শুক্রবার রাতে ইসমাইলসহ আট থেকে ১০ জন দাঁতভাঙ্গা সাতকড়াইবাড়ি সীমান্ত পথে গরু আনতে ভারতে যায়। বিএসএফ সদস্যরা ধাওয়া দিলে বাকিরা পালিয়ে আসেন, ইসমাইল হোসেন আটক হন। বিএসএফ’র পক্ষ থেকে জানানো হয়েছে, তাকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।
Comments