ছিন্নমূল কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ
রাজধানী ঢাকার বিমানবন্দর থানার কাউলা এলাকায় এক ছিন্নমূল কিশোরী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার ভোরে এক কিশোর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।
সে জানায়, তারা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে থাকে। রাত আড়াইটার দিকে চার জন লোক ওই কিশোরীকে ডেকে কাউলা এলাকায় একটি ঝোপের আড়ালে নিয়ে যায় এবং ধর্ষণ করে।
ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, এক কিশোরী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সে বর্তমানে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন।
Comments