শীর্ষ খবর

মিরপুর ঝুটপট্টির বস্তিতে আগুন

রাজধানীর মিরপুর ১০ নম্বরে ঝুটপট্টির বস্তিতে আগুন লেগেছে।
স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানীর মিরপুর ১০ নম্বরে ঝুটপট্টির বস্তিতে আগুন লেগেছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের দায়িত্বরত কর্মকর্তা রাসেল শিকদার দ্য ডেইলি স্টারকে জানান, আজ শনিবার দুপুর দেড়টার দিকে আগুন লেগেছে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে বলে জানিয়েছেন তিনি।

তাৎক্ষনিকভাবে আগুন লাগার কারণ, হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Comments

The Daily Star  | English

Are tides turning in Myanmar's civil war?

On October 27, the civil conflict in Myanmar took a significant turn.

6h ago