‘ঘরে থাকুন’, করোনাভাইরাস ছড়িয়ে পড়া থামাতে মেসিদের ক্যাম্পেইন

স্পেনে নভেল করোনাভাইরাস আতঙ্ক ক্রমেই বাড়ছে। সেখানে আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে গেছে, মৃত্যু হয়েছে ১৩৩ জনের। গেল কয়েকদিনে স্পেনে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় চুপ করে বসে নেই দেশটির অন্যতম সেরা ফুটবল ক্লাব বার্সেলোনা। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে ক্যাম্পেইন শুরু করে করেছে তারা।
barcelona
ছবি: এএফপি

স্পেনে নভেল করোনাভাইরাস আতঙ্ক ক্রমেই বাড়ছে। সেখানে আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে গেছে, মৃত্যু হয়েছে ১৩৩ জনের। গেল কয়েকদিনে স্পেনে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় চুপ করে বসে নেই দেশটির অন্যতম সেরা ফুটবল ক্লাব বার্সেলোনা। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে ক্যাম্পেইন শুরু করে করেছে তারা।

মূলত, প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়া বন্ধ করতে এই উদ্যোগ নিয়েছে লিওনেল মেসির দল। গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সমর্থকদের প্রতি বার্তা দিয়ে তাদেরকে সতর্ক থাকার আহ্বান করেছে বার্সা, ‘আমরা ক্লাবের চেয়েও বেশি কিছু এবং এই পরিস্থিতি থেকে আমরা আরও শক্তিশালী হয়ে উঠব। সমর্থকরা, নিজেদের যত্ন নিন।’

এরপর হ্যাশট্যাগ দিয়ে লেখা হয়েছে, ‘ঘরে থাকুন।’

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ গেল শুক্রবার দেশটিতে জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছেন। বার্সেলোনা কর্তৃপক্ষ তাদের সমস্ত ক্রীড়া কার্যক্রম বন্ধ করে দিয়েছে। অফিসিয়াল কর্মকাণ্ড অবশ্য চালু থাকবে। তবে সামনাসামনি নয়, সমস্ত যোগাযোগ হবে ফোন অথবা ই-মেইলের মাধ্যমে।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে স্থগিত করা হয়েছে স্প্যানিশ লা লিগা। রিয়াল মাদ্রিদের এক বাস্কেটবল খেলোয়াড়ের শরীরে ভাইরাসের সংক্রমণ হওয়ার পর ক্লাবটির সব অনুশীলন বাতিল করে দেওয়া হয় এবং সব খেলোয়াড়কে কোয়ারেন্টাইনে রাখা হয়। এর প্রেক্ষিতে গেল বৃহস্পতিবার লা লিগার ম্যাচ পরবর্তী দুই সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।

Comments

The Daily Star  | English

ICT to begin trial for July-August 'massacre' on Thursday

ICT Chief Prosecutor says the trial of individuals involved in crimes against humanity during the uprising would be prioritised

28m ago