পশ্চিমবঙ্গের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
করোনা সতর্কতায় পশ্চিমবঙ্গের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সোমবার থেকে শুরু হয়ে ৩১ মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে পাবলিক পরীক্ষা বাদে অন্য কোনো পরীক্ষাও হবে না।
এনডিটিভি জানায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়ে বলা হয় ৩১ মার্চ পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ততদিন পর্যন্ত রাজ্যের সব সরকারি, বেসরকারি ও সরকার অনুমোদিত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস খালি করে দেওয়ার নোটিশও দেওয়া হয়েছে শিক্ষার্থীদের।
রাজ্য সরকারের শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতনের বিশ্বভারতীও বন্ধ ঘোষণা করা হয়েছে। বিদেশি শিক্ষার্থীরা বাদে সেখান থেকেও শিক্ষার্থীদের চলে যেতে বলা হয়েছে।
Comments