ইতালিতে চিকিৎসা সরঞ্জামসহ চীনা বিশেষজ্ঞ দল
করোনাভাইরাস মোকাবিলায় ইতালিকে সহায়তা করতে ৯ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল ইতালিতে পৌঁছেছে। ইতালির সংবাদ সংস্থা আনসা’র প্রতিবেদনে বলা হয়েছে, সঙ্গে করে তারা ভেন্টিলেটর, মাস্কসহ প্রায় ৩০ টন চিকিৎসা সরঞ্জাম নিয়ে গিয়েছেন।
চীনের রাজধানী সাংহাই থেকে শুক্রবার তারা ইতালির রোমে পৌঁছান বলে জানানো হয়েছে।
দলে রয়েছেন, চীনের রেড ক্রসের ভাইস প্রেসিডেন্ট, নিবিড় পরিচর্যা বিশেষজ্ঞ, শিশু বিশেষজ্ঞ এবং নার্স, যারা। চীনে কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসা সেবা দিয়েছেন।
‘প্রচণ্ড মানসিক চাপ ও সংকটের এই সময়ে মেডিকেল সরঞ্জামের এই সরবরাহে আমরা স্বস্তি পেয়েছি। এই সহায়তা হয়তো সাময়িক কাজে আসবে, তবে এটি খুবই জরুরি,’ বলেন ইতালি রেড ক্রস প্রধান ফ্র্যানসিসকো রোকা।
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া নতুন করোনাভাইরাস সারাবিশ্বে ছড়িয়ে পড়ার পর মহামারি রূপ নিয়েছে। চীনের পর সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ইতালিতে। ইতালিতে এ পর্যন্ত ১২৬৬ জন মারা গেছে। আক্রান্ত হয়েছে ১৭ হাজার ৬৬০ জন।
Comments