লন্ডনে নবজাতক করোনাভাইরাস আক্রান্ত
যুক্তরাজ্যের লন্ডনে এক নবজাতক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। শিশুটির মা-ও করোনাভাইরাস আক্রান্ত বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডয়ান। শিশু ও মাকে আলাদা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
প্রসবের আগের দিন নিউমোনিয়ার লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওই নারী।
যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) জানিয়েছে, দুজন রোগী করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। তাদের সংস্পর্শে হাসপাতালের যেসব কর্মী এসেছেন তাদের সেল্ফ আইসোলেশনে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
তবে শিশুটি গর্ভেই সংক্রমিত হয়েছে না জন্মের পর, তা জানার চেষ্টা করছেন চিকিৎসকেরা।
Comments