করোনাভাইরাস: স্পেনে জরুরি অবস্থা, একদিনে আক্রান্ত ১৫০০
স্পেনে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫০০ জন। দেশটির জনস্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, এতে করে সারাদেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫ হাজার ৭৫৩ জনে।
ইউরোপে ইতালির পর সর্বোচ্চ আক্রান্ত হয়েছে স্পেনে।
করোনাভাইরাস মোকাবিলায় দেশটিতে ১৫ দিনের জরুরি অবস্থা জারি করা হয়েছে।
এরইমধ্যে স্থানীয়ভাবে ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। দেশটির রাজধানী মাদ্রিদ এবং এর আশেপাশের শহরগুলোতে রেস্তোরাঁ, বার এবং দোকানপাট বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। তবে খাদ্যপণ্য ওষুধ ও পেট্রল পাম্প খোলা থাকবে।
স্পেনের দক্ষিণাঞ্চলের শহর সেভিলের মেয়র জানিয়েছেন, পরিস্থিতি বিবেচনায় ইস্টারের শোভাযাত্রা স্থগিত করা হয়েছে।
শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানায়, ইউরোপ এখন মহামারির কেন্দ্রস্থল।
Comments