রাঙ্গামাটিতে তিন জন অপহৃত
রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (সংস্কারপন্থী) এর রাজনীতির সঙ্গে জড়িত তিন জনকে অস্ত্রের মুখে অপহরণ করা হয়েছে।
বাঘাইছড়ি থেকে আজ শনিবার ভোরে তাদের অপহরণ করা হয় বলে জানিয়েছেন বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ মঞ্জুর।
অপহৃতরা হলেন—স্থানীয় ওয়ার্ড সদস্য সমিরণ চাকমা (৪০), প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক পূর্ণ কিশোর চাকমা (৬৫) ও স্থানীয় মেরিন চাকমা (৩২)।
এম এ মঞ্জুর জানান, গ্রুপের সামনের সারির কয়েকজন নেতার আত্মীয় হওয়ার কারণে তাদের অপহরণ করা হতে পারে।
স্থানীয়দের বরাত দিয়ে বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল বিহারী চাকমা জানান, কয়েকজন অস্ত্রধারী ওই তিন জনকে তাদের নিজ বাড়ি থেকে অপহরণ করে।
Comments