বাগেরহাটে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬, আহত ৩০
বাগেরহাটের ফকিরহাটে ঢাকা-খুলনা মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে ছয় জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩০ জন।
ঢাকা-খুলনা মহাসড়কের ফকিরহাটের কাকডাঙ্গা এলাকায় আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে ।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে, নিহতরা বাসের যাত্রী ছিলেন বলে নিশ্চিত করেছেন ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ন ম খাইরুল আনাম।
তিনি দ্য ডেইলি স্টারকে জানান, কাকডাঙ্গায় ঢাকামুখী যাত্রীবাহী বাস রাজীব পরিবহনের সঙ্গে খুলনাগামী একটি রডবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে পাঁচ জন নিহত হন। আহতদের মধ্যে একজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান। আহত ১৬ জন খুলনা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। বাকিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Comments