ইতালি ফেরত ১৪২ জন বাড়িতে কোয়ারেন্টাইনে থাকবে: স্বাস্থ্য অধিদপ্তর
ইতালি থেকে ফিরে আসা ১৪২ জনকে বাড়িতে কোয়ারেন্টাইনে পাঠানোর কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ সকালে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর তাদের আশকোনায় হজ ক্যাম্পে নেওয়া হয়েছিল। প্রায় ১১ ঘণ্টা পর তাদের বাড়িতে পাঠানো হলো।
স্বাস্থ্য অধিপ্তরের মহাপরিচালক জানান, তারা বাড়িতে গিয়ে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকবেন। তবে বাড়ি যাওয়ার পথে তারা কোনো গণপরিবহন ব্যবহার করতে পারবেন না। ব্যক্তিগত গাড়িতে পুলিশের পাহারায় তাদের বাড়ি ফিরতে হবে। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করে তাদের কারও করোনা সংক্রমণের প্রাথমিক উপসর্গ পাওয়া যায়নি।
Comments