ডিজিটাল নিরাপত্তা আইন

গ্রেপ্তার মিলনের অবিলম্বে মুক্তি দাবি অ্যামনেস্টির

ফেসবুকে পোস্ট দেয়ার কারণে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার এমদাদুল হক মিলনের অবিলম্বে ও নিঃশর্ত মুক্তি দাবি করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
amnestyinternational-logo.jpg
ছবি: সংগৃহীত

ফেসবুকে পোস্ট দেয়ার কারণে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার এমদাদুল হক মিলনের অবিলম্বে ও নিঃশর্ত মুক্তি দাবি করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

গতকাল শুক্রবার এক বিবৃতিতে সংগঠনটি জানায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের আমন্ত্রণের সময় বাড়ানো নিয়ে উদ্বেগ জানিয়ে ফেসবুকে পোস্ট করার কারণে গ্রেপ্তার হন মিলন। ‘আইনশৃঙ্খলার অবনতির’ অস্পষ্ট অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে তার সাত বছরের কারাদণ্ড হতে পারে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।

সংস্থার দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ক্যাম্পেইনার সাদ হাম্মাদি জানান, ফেসবুকে নিজের মতামত জানানোর অপরাধে এমদাদুল হক মিলন বন্দি হয়েছেন। তার অবিলম্বে ও নিঃশর্ত মুক্তি দাবি করছি।

গত ৩ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটুক্তি করে ফেসবুকে পোস্ট দেয়ার অভিযোগে গ্রেপ্তার হন মিলন।

Comments