ইতালি ফেরত আরও ১৫২ বাংলাদেশি হজ ক্যাম্পে
ইতালি থেকে দেশে ফিরেছেন আরও ১৫২ জন বাংলাদেশি। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের রাজধানীর আশকোনার হজ ক্যাম্পে পাঠানো হয়েছে।
আজ রোববার সকাল সকাল সাড়ে ৮টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা।
বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল-আহসান বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের রাজধানীর আশকোনার হজ ক্যাম্পে পাঠানো হয়েছে। সেখানে বিস্তারিত পরীক্ষার পর তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’
এর আগে, গতকাল বিকালে ইতালি থেকে দেশে ফেরেন আরও ৫৯ বাংলাদেশি। তাদের গাজীপুরের পূবাইলে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
গতকাল সকালে ইতালি দেশে ফেরেন ১৪২ বাংলাদেশি। প্রথমে তাদের রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। সেখানে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় করোনাভাইরাসের কোনো ধরনের উপসর্গ না দেখা যাওয়ায় তাদের নিজ নিজ বাড়িতে পাঠানো হয়। তবে বলা হয়েছে, সেখানেই ১৪ দিন তারা হোম কোয়ারেন্টোইনে থাকবেন।
Comments