অস্ত্র কারখানার সন্ধান, হাতিয়ায় আটক ২

অবৈধ অস্ত্র রাখার অভিযোগে নোয়াখালীর হাতিয়া উপজেলা থেকে বাবলু (৩২) ও আনোয়ার হোসেন (৫৬) নামে দুই জনকে আটক করেছে র‌্যাব। আজ রোববার ভোরে উপজেলার ভয়ারচর এলাকা থেকে তাদের আটক করা হয়।
Hatia_Arms_15Mar2020
র‌্যাব অভিযান চালিয়ে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব। ছবি: সংগৃহীত

অবৈধ অস্ত্র রাখার অভিযোগে নোয়াখালীর হাতিয়া উপজেলা থেকে বাবলু (৩২) ও আনোয়ার হোসেন (৫৬) নামে দুই জনকে আটক করেছে র‌্যাব। আজ রোববার ভোরে উপজেলার ভয়ারচর এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব-১১ স্পেশাল কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিল, ভয়ারচরে অস্ত্র কেনা-বেচা হবে। সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বাবলু ও আনোয়ারকে আটক করা হয়। পরে তাদের দেওয়ার তথ্যের ভিত্তিতে লক্ষ্মীপুরের রামগতি বাজার এলাকায় অভিযান চালায় র‌্যাব। সেখানে রায়হান ওয়ার্কশপের একটি কক্ষ অস্ত্র তৈরির কারখানা হিসেবে ব্যবহার করে আসছিল বাবলু ও আনোয়ার। তাদের তৈরি অস্ত্রগুলো চরের বিভিন্ন সন্ত্রাসী বাহিনীর কাছে বিক্রি হতো।’

অভিযানে তিনটি একনলা বন্দুক, দুটি এলজি, একটি বন্দুকের গুলি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম পাওয়া গেছে বলে জানান জসিম উদ্দীন।

Comments

The Daily Star  | English
government changed office hours

Govt office hours 9am-3pm from Sunday to Tuesday

The government offices will be open from 9:00am to 3:00pm for the next three days -- from Sunday to Tuesday -- this week, Public Administration Minister Farhad Hossain said today

57m ago