করোনাভাইরাস

শিক্ষা প্রতিষ্ঠান, বন্দর ও সীমান্ত বন্ধে হাইকোর্টে রিট

high court
স্টার ফাইল ফটো

করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান, স্থলবন্দর, সমুদ্রবন্দর, বিমানবন্দর ও সীমান্ত বন্ধে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।

আইনজীবী ইউনুস আলী আকন্দ জনস্বার্থে আজ রোববার এই রিট আবেদন করেছেন। রিটে দেশের সব স্থল, সমুদ্র, বিমানবন্দর এবং সীমান্ত এলাকায় করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসায় প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের জন্য সরকারকে নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে।

একইসঙ্গে জনগণের নিরাপত্তা বিবেচনায় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বন্দর এবং সীমান্ত বন্ধে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে আদালতকে রুল জারি করতে বলা হয়েছে।

আগামীকাল হাইকোর্টে এই রিটের শুনানি হতে পারে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন ইউনুস আলী আকন্দ।

Comments

The Daily Star  | English

Govt calls for patience as it discusses AL ban with parties

Taken the initiative to introduce necessary amendments to the ICT Act, says govt

1h ago