করোনাভাইরাস শঙ্কায় মানিকগঞ্জে স্কুল-কলেজে কমছে শিক্ষার্থী উপস্থিতি

প্রতীকী ছবি। (সংগৃহীত)

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার শঙ্কায় মানিকগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি  কমছে। আজ রোববার মানিকগঞ্জ পৌরসভা এবং মানিকগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে।

মানিকগঞ্জ পৌরসভার পোড়রা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার বলেন, তার বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ৬০৮ জন। বিদ্যালয়ে সাধারণত গড়ে সাড়ে ৪০০ শিক্ষার্থী উপস্থিত থাকে। কিন্তু করোনাভাইরাস শঙ্কায় শিক্ষার্থীদের উপস্থিতি কমছে। আজ উপস্থিত ছিল ২২০ জন, যা আগের দিনের চেয়ে ৪৫ জন কম।

মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার পারভেজ জানান, তার বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা ৫৮৬। আজ উপস্থিত ছিল ৩৬৭ জন। গত দিনের চেয়ে ৩৩ জন কম এসেছে আজ।

একই কথা জানিয়েছেন মানিকগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ। তিনি বলেন, করোনাভাইরাস শঙ্কায় দিন দিন স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি কমছে।

সরকারী দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ মো. নুরুল আমিন জানান, কলেজে প্রায় ২২ হাজার শিক্ষার্থী রয়েছেন। গত কয়েকদিনে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি ক্রমেই কমছে। তিনি জানান, শিক্ষার্থীদের সুবিধার্থে সোমবার থেকে শুরু হতে যাওয়া কলেজের অনার্স প্রথম বর্ষের সব নির্বাচনী পরীক্ষা স্থগিত করা হয়েছে। 

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার অধিকারী জানান, জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেই শিক্ষার্থীদের উপস্থিতি দিন দিন কমছে। তবে করোনাভাইরাস প্রতিরোধে করণীয় সম্পর্কে তাদের জানানো হচ্ছে।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানেরা শিক্ষার্থীদের উপস্থিতি দিন দিন কমছে বলে জানিয়েছেন। তবে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ব্যাপারে কোন নির্দেশনা নেই জানিয়ে শিক্ষা কর্মকর্তারা বলেন, করোনাভাইরাস প্রতিরোধ এবং এর ভীতি দূর করতে সামাজিক সচেতনতা বাড়াতে হবে।

 

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

7h ago