খিলগাঁওয়ে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

রাজধানীর খিলগাঁও এলাকায় বন্দুকযুদ্ধে মনা (৩২) নামে এক ছিনতাইকারী নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আজ সোমবার ভোর রাতে গুলিবিদ্ধ অবস্থায় পুলিশ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খিলগাঁও থানার উপপরিদর্শক সাদেকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, আমরা খবর পাই খিলগাঁও নাগদারপাড় ব্রিজের পাশে একটি ফাঁকা জায়গায় গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তি পড়ে আছেন। রাত ৩টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা জানতে পেরেছি, পুলিশের গোয়েন্দা শাখার সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনি নিহত হয়েছেন।
ঢাকা মহানগর পুলিশ পূর্ব বিভাগের উপকমিশনার আসাদুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, গত ২৯ ফেব্রুয়ারি রাজধানীর মুগদা এলাকায় ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে গিয়ে এক নারী মারা যান। ওই ঘটনায় গতকাল মিজুয়ান মিয়া, শেখ লিটন, আব্দুল মজিদ ও রফিক হাওলাদার নামে চার জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড গুলি, দুটি ছুরি, দুটি প্রাইভেটকার ও ছিনতাই করা কিছু টাকা উদ্ধার করা হয়েছে।
এরপর তাদের দেওয়ার তথ্যের ভিত্তিতে মনাকে ধরতে ডিবি সদস্যরা খিলগাঁও এলাকায় অভিযান চালান। মনা ২৯ ফেব্রুয়ারির ঘটনায় জড়িত ছিলেন। ডিবি সদস্যরা নাগদারপাড় পৌঁছালে মনা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে এ ঘটনা ঘটে— বলেন আসাদুজ্জামান।
Comments