চট্টগ্রামে ইতালি ফেরত তরুণ হাসপাতালে, সংস্পর্শে আসা ৫ জন হোম কোয়ারেন্টিনে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হলের শিক্ষার্থীসহ ছয় জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এদের মধ্যে একজন সম্প্রতি ইতালি থেকে ফিরেছেন। আজ সোমবার ভোররাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি তাদের বন্দরনগরীর ফৌজদারহাট এলাকার একটি হাসপাতালে পাঠায়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হলের শিক্ষার্থীসহ পাঁচ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। সম্প্রতি ইতালি একজনকে নগরীর একটি হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছেন। আজ সোমবার ভোররাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি তাদের বন্দরনগরীর ফৌজদারহাট এলাকার একটি হাসপাতালে পাঠায়।



চবি প্রক্টর এসএম মনিরুল হাসান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ইতালি থেকে ফিরে এক যুবক বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হলে বন্ধুদের সঙ্গে দেখা করতে আসেন। বিষয়টি জানার পরে আমরা ছয় জনকে ফৌজদারহাটের একটি হাসপাতালে পাঠাই। সেখানে জেলা সিভিল সার্জন তাদের স্বাস্থ্য পরীক্ষা করেছেন। তবে আক্রান্ত হওয়ার লক্ষণ পাওয়া যায়নি।’



সতর্কতার অংশ হিসেবে পাঁচ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে এবং ইতালি ফেরত তরুণকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Comments