আগামীকাল থেকে ৩১ মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
করোনাভাইরাস সতর্কতায় আগামীকাল মঙ্গলবার থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে সরকার।
বিয়ষটি দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা।
শিক্ষা সচিব মাহবুব হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আজ দুপুর ১টার দিকে এ বিষয়ে শিক্ষামন্ত্রী ব্রিফ করবেন।’
এদিকে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম আল হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধের বিষয়ে আজ সোমবার সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে, আগামী ১৮ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জরুরি সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান উপাচার্য মো. আখতারুজ্জামান।
আরও পড়ুন:
Comments