ট্র্যাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার পিছিয়ে অক্টোবরে
করোনাভাইরাসের কারণে বাংলাদেশ ট্র্যাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার পেছানোর ঘোষণা দিয়েছে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে টোয়াবের প্রেসিডেন্ট মো. রাফিউজ্জামান এই ঘোষণা দেন।
তিনি বলেন, আগামী ৩ থেকে ৫ এপ্রিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এই মেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। করোনাভাইরাসের কারণে এই আয়োজন পেছানো হয়েছে। আগামী ২৯ থেকে ৩১ অক্টোবর বাংলাদেশ ট্র্যাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার অনুষ্ঠিত হবে।
Comments