ইতিবাচক থাকার চেষ্টা করুন, করোনাভাইরাস নিয়ে সাকিব

বিশ্বব্যাপী করোনাভাইরাসের মহামারির সময়ে উদ্বেগ জানিয়েছেন সাকিব আল হাসান। ক্রিকেটে নিষিদ্ধ থাকা বাংলাদেশের এই তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই রোগ মোকেবালায় ভক্ত সমর্থকদের ইতিবাচক থাকার আহবান জানিয়েছেন।
Shakib Al Hasan
সাকিব আল হাসান। ফাইল ছবি: খালিদ হুসাইন অয়ন

বিশ্বব্যাপী করোনাভাইরাসের মহামারির সময়ে উদ্বেগ জানিয়েছেন সাকিব আল হাসান। ক্রিকেটে নিষিদ্ধ থাকা বাংলাদেশের এই তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই রোগ মোকেবালায় ভক্ত সমর্থকদের ইতিবাচক থাকার আহবান জানিয়েছেন।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের হানায় দেড় লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ছয় হাজারেরও বেশি। প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা।

ফেসবুকে নিজের স্বীকৃত পাতায় সাকিব লিখেছেন সবাইকে নিয়ম মেনে থাকতে হবে সচেতন কিন্তু ভয় পেলেও চলবে না, ‘সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রুখতে আমাদের অবশ্যই প্রয়োজনীয় সুরক্ষা নিতে হবে। দৈনন্দিন স্বাস্থ্যসম্মত অভ্যাসের দ্বারা নিজের যত্ন নিন এবং আমাদের চারপাশে সবাইকে সচেতন করে তুলুন। নিরাপদ এবং ইতিবাচক থাকার চেষ্টা করুন এবং নিজে সচেতন থাকুন।’

বাংলাদেশে এখনো পর্যন্ত নভেল করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে ৮ জন। এরমধ্যে তিনজনের সেরে উঠার খবর জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

করোনা থেকে সুরক্ষার জন্য চিকিৎসকরা ঘন ঘন হাত ধোয়ার পরামর্শ দিচ্ছেন।

 

Comments

The Daily Star  | English
Police implicate dead men in vandalism case

Police see dead man running

Prisoners, migrants, even the deceased get implicated in cases

11h ago