অজানা রোগে পাহাড়ি শিশুর মৃত্যু, অসুস্থ ৪০ জন
বান্দরবানের লামা উপজেলার প্রত্যন্ত এলাকা ম্রো পাড়ায় অজানা রোগে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনার তিন দিনের ব্যবধানে প্রায় ৪০ জন অসুস্থ হয়ে পড়েছেন। এর মধ্যে ২৫ শিশু রয়েছে। আজ সোমবার দুপুরে ৩৭ জনকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সম্প্রতি ম্রো পাড়ায় অজানা রোগে জয়হ্লা ম্রো নামে প্রায় এক বছর বয়সী শিশুর মৃত্যু হয়। শিশুটির বাবা মেনহাথ ম্রো বলেন, ‘আমার বড় ছেলের বয়স তিন বছর। সে-ও খুব অসুস্থ। জানি না কীভাবে ছেলেকে বাঁচাবো। ইতোমধ্যে এই রোগে ছোট ছেলেকে হারিয়েছি।’
পুরাতন লাইলিয়া ম্রো পাড়ার কারবারি লং তুং ম্রো বলেন, ‘বেশিরভাগ পরিবারের সদস্য গত কয়েকদিন ধরে অজানা রোগে অসুস্থ। যাদের অধিকাংশের বয়স তিন মাস থেকে ১৫ বছরের মধ্যে। আমাদের পাড়ায় কোনো চিকিৎসক আসেন না। অসুস্থদের প্রচণ্ড জ্বর, সর্দি, ব্যথা হচ্ছে এবং পুরো শরীরে লালচে দাগ দেখা দিচ্ছে। সবার একই উপসর্গ দেখা দিয়েছে।’
জেলা সিভিল সার্জন ডা. অং শৈ প্রু মারমা দ্য ডেইলি স্টারকে বলেন, গতকাল আমাদের মেডিকেল টিম ম্রো পাড়ায় গিয়েছিল। আজ ৩৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোগটি আমাদের কাছে সম্পূর্ণ অপরিচিত। আমরা রোগীদের রক্তের নমুনা সংগ্রহ করেছি। এই নমুনা ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হবে। তারা প্রতিবেদন দিলে তারপর নিশ্চিত করে বলা যাবে।
Comments