সৌদির শতাধিক কর্মকর্তা আটক
ঘুষ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সেনা সদস্যসহ শতাধিক সরকারি কর্মকর্তাকে আটক করেছে সৌদি কর্তৃপক্ষ।
আজ সোমবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
সৌদির জাতীয় দুর্নীতি দমন কমিশন (নাজাহা) আটককৃতদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করবে বলে জানিয়েছে।
এক টুইটবার্তায় নাজাহা জানিয়েছে, ক্ষমতার অপব্যবহার ও ৩৭৯ মিলিয়ন রিয়াল অর্থ আত্মসাতের অভিযোগে আরও ২৮৮ জনকে আটক করা হবে।
২০১৭ সালে দুর্নীতির অভিযোগে সৌদি সরকারের কয়েকজন শীর্ষ কর্মকর্তা, নিরাপত্তা বাহিনীর সদস্য, কয়েকজন প্রিন্স ও ব্যবসায়ীকে আটক করা হয়েছিল।
তাদের কয়েক সপ্তাহ রিয়াদের বিলাসবহুল রিটজ-কার্টন হোটেলে আটক রাখা হয়েছিল। এমনকি তাদের ওপর শারীরিক র্নির্যাতনের অভিযোগও উঠেছিল।
বিশেষজ্ঞদের মতে, সৌদি সিংহাসনের উত্তরাধিকারী ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের জন্য বাধা হতে পারে এমন লোকদের তিনি সরিয়ে ফেলছেন।
Comments