ইয়াবাসহ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ইউনিয়ন ছাত্রলীগের সদস্য হাসানুজ্জামান সৌরভকে (২৬) আটক করেছে র্যাব-১৪। আটকের সময় তার কাছে ৪৮৫ পিস ইয়াবা পাওয়া যায়। গতকাল সোমবার রাতে উপজেলার যাদুরচর ইউনিয়নের গোলাবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে রৌমারী থানায় মামলা দায়ের করে গ্রেপ্তার দেখানো হয়।
হাসানুজ্জামান সৌরভ গোলাবাড়ি গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মো. দিলওয়ার হাসান ইনাম বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ তাকে কুড়িগ্রাম আদালতে তোলা হবে।
এ প্রসঙ্গে যাদুরচর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, হাসানুজ্জামান সৌরভ যাদুরচর ইউনিয়ন ছাত্রলীগের সদস্য। সবার সঙ্গে আলোচনা করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের অভিযোগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের নাম ভাঙিয়ে দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক চোরাকারবারি করে আসছিলেন সৌরভ।
Comments