বিদেশি বায়ারদের পোশাক কারখানা পরিদর্শন না করার আহ্বান
দাপ্তরিক কাজে বাংলাদেশে আসা বিদেশি বায়ারদের পোশাক কারখানা পরিদর্শন না করার আহ্বান জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরে কোভিড-১৯ সংক্রান্ত সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পরিচালক মীরজাদী সেব্রিনা এই আহ্বান জানান।
তিনি বলেন, ‘পোশাক শিল্প মালিকরা আমাদের কাছে পরামর্শ চেয়েছেন। তাদের জন্য বলবো, অনেক সময় বিদেশি বায়াররা আসেন। কোনো বায়ার যদি দাপ্তরিক কাজে এসে থাকেন, তারা যেন কারখানা পরিদর্শন না করেন। পোশাক কারখানায় শ্রমিকদের চেক করে করে ঢোকানো হয়। তখন যদি রোগের লক্ষণগুলো পরীক্ষা করে নেন। জেনে নেন, তাদের মধ্যে জ্বর, সর্দি, গলা ব্যথা ও শ্বাস কষ্ট ইত্যাদি রয়েছে কি না। সে ক্ষেত্রে তাদের আমরা বাড়িতে পাঠিয়ে দিতে পারি। যতদিন সুস্থ না হবেন, ততদিন তারা বাড়িতে থাকবেন। শিল্প মালিকদের আমরা অনুরোধ করবো, সবেতনে যেন তাদের ছুটির ব্যবস্থা করা হয়। যেন তারা অংশগ্রহণ করেন। তা না হলে তারা তথ্য গোপন করতে পারেন। আমরা সবার সহযোগিতা কামনা করছি।’
Comments