মেহেরপুরে ২০ জন কোয়ারেন্টিনে
মেহেরপুরে ২০ জন প্রবাসীকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। ১৪ দিনের পর্যবেক্ষণ শেষে একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে গাংনী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রিয়াজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সম্প্রতি সিঙ্গাপুর থেকে সাত জন, মালয়েশিয়া থেকে নয় জন এবং সৌদি আরব, কাতার, পর্তুগাল, ইতলি ও বাহারাইন থেকে পাঁচ জন দেশে আসেন। এদের মধ্যে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ জন, মেহেরপুর জেনারেল হাসপাতালে ৪ জন ও মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতায় দুজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
Comments