হোম কোয়ারেন্টিনে প্রবাসী, পরিবারের সদস্যদের চলাচলে প্রতিবেশীদের আপত্তি
বগুড়া সদর উপজেলায় ইতালি ফেরত এক প্রবাসীর পরিবারের সদস্যদের বাড়ির বাইরে চলাচল নিয়ে প্রতিবেশীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির বিরাজ করছে।
ঐ প্রবাসীর বাবা বলেন, ‘আমার ছেলে গত ১৪ মার্চ ইতালি থেকে দেশে ফিরে এসেছেন। এর পর তাকে আশকোনা হজ ক্যাম্পে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করে ছেড়ে দেওয়া হয়। ১৫ মার্চ সকালে সে বাড়ি আসে। এখন তাকে একটি কক্ষে রাখা হয়েছে। প্রতিবেশীরা আমাদের বাড়ির বাইরে যেতে আপত্তি জানিয়েছে।’
এই প্রবাসীর কয়েকজন প্রতিবেশী অভিযোগ: ‘তিনি (প্রবাসী) বাড়িতে আছেন। কিন্তু, তার পরিবারের সদস্যদের সঙ্গে মেলামেশা করছেন। তার মা-বাবা, ভাই-বোন তো বাইরে ঘোরাফেরা করছেন। আজ সকালে তাদের বাইরে আসতে নিষেধ করলে এ নিয়ে আমাদের কথা কাটাকাটি হয়। আমরা তাদের বাইরে আসতে নিষেধ করেছি।’
২২ বছর বয়সী ইতালি ফেরত ঐ প্রবাসী বলেন, ‘আমি বাড়িতে একটি নির্দিষ্ট কক্ষে ‘হোম কোয়ারেন্টিনে’ আছি। পরিবারের সদস্যদের সঙ্গে মিশছি না। কিন্তু, আমার পরিবারের অন্যান্য সদস্যরা কেনো বাড়ির বাইরে যেতে পারবে না?’
বগুড়ার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান বলেন, ‘গত রাতে আমি খবর পাই যে একজন ইতালি ফেরত প্রবাসী বাড়িতে এসেছেন। আমি তাৎক্ষণিক বিষয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে জানাই।’
বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামির হোসেন মিশু বলেন, ‘ইতালি ফেরত এই প্রবাসীর পরিবারের সদস্যদের বাড়ির বাইরে চলাচল নিয়ে আজ সকালে প্রতিবেশীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।’
তিনি আরও বলেন, ‘আজ সকালে আমরা সেখানে একজন স্বাস্থ্যকর্মী ও জনপ্রতিনিধিদের পাঠিয়েছি। ঐ প্রবাসীর পরিবার ও এলাকাবাসীদের বিষয়টি বুঝিয়ে বলা হয়েছে। এই প্রবাসীকে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। আমরা একজন পর্যবেক্ষক নিয়োগ করেছি বিষয়টি দেখার জন্য। পরিস্থিতি এখন শান্ত।’
অন্যদিকে বগুড়ার সিভিল সার্জন মো. গওসুল আজিম চৌধুরী জানিয়েছেন, আজ পর্যন্ত বগুড়ার বিভিন্ন উপজেলায় ৩৪ জন বিদেশ ফেরত প্রবাসীকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তিনি বলেন, ‘এই ইতালি ফেরত প্রবাসীর কথা আজ জানা গেছে। তাকেও বাড়িতে ১৪ দিন থাকতে বলা হয়েছে।’
Comments