ওমরাহ করতে গিয়ে আটকে পড়া ৪০৬ জন ফিরলেন
সৌদি আরবে থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ৪০৬ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। ওমরাহ করতে গিয়ে তারা সেখানে আটকে পড়েছিলেন।
এই বাংলাদেশিরা ওমরাহ পালন করতে সৌদি আরব যাওয়ার পর করোনাভাইরাস রুখতে বাংলাদেশের সঙ্গে বিমান যোগাযোগ স্থগিতের সিদ্ধান্ত নেয় দেশটির সরকার। ফলে এই অবস্থায় তারা দেশে ফিরতে পারছিলেন না।
বিমানবন্দরের হেলথ ডেস্কের চিকিৎসক শাহরিয়ার সাজ্জাদ দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন।
বিমানবন্দর সূত্র জানায়, সৌদি আরব থেকে আসা ফ্লাইটটি বিকেল সোয়া চারটায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার কাজ হবে। করোনা সংক্রমণের উপসর্গ না থাকলে তাদের ১৪ দিন কোয়ারেন্টিন থাকার শর্তে বাড়ি পাঠানো হবে।
Comments