দু-একদিনের মধ্যে চট্টগ্রাম সিটি নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত: সিইসি

করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনার পর, পাঁচ আসনে উপনির্বাচন ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন পেছানো হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।
cec
প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। ফাইল ছবি

করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনার পর, পাঁচ আসনে উপনির্বাচন ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন পেছানো হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষীকি উদযাপনে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আজ মঙ্গলবার কেক কাটার পর একথা জানান সিইসি।

সাাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, দু-একদিনের মধ্যেই সিদ্ধান্ত নেয়া হবে।

তফসিল অনুযায়ী ঢাকা-১০, গাইবান্ধা-৩, বাগেরহাট-৪ উপনির্বাচন আগামী ২১ মার্চ, চট্টগ্রাম সিটি নির্বাচন এবং বগুড়া-১ ও যশোর-৬ আসনে উপনির্বাচন ২৯ মার্চ।

‘করোনাভাইরাস যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে আমরা নির্বাচন পিছিয়ে দেয়ার চিন্তা করব। তবে এখন পর্যন্ত সময়মতো ভোট অনুষ্ঠিত হোক, সেটিই আমরা চাই,’ বলেন সিইসি।

‘আমরা এখনও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিইনি, যদিও প্রস্তুতি শেষ পর্যায়ে,’ বলেন তিনি।

সিইসি জানান, প্রার্থীরা কমিশনকে জানিয়েছেন তারা জনসমাগম এড়িয়ে প্রচার চালাবেন এবং সতর্ক থাকবেন।

‘তারা যদি জনসমাগম এড়াতে পারেন, তাহলে নির্ধারিত সময়ে ভোট অনুষ্ঠানে কোনো সমস্যা দেখি না,’ বলেন তিনি।

 

 

Comments