হ্যান্ড স্যানিটাইজার তৈরি করল জবির রসায়ন বিভাগ

নতুন করোনাভাইরাস প্রতিরোধে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এর রসায়ন বিভাগ।
ছবি: স্টার

নতুন করোনাভাইরাস প্রতিরোধে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এর রসায়ন বিভাগ।

বিভাগের শিক্ষক ড. মো. আমিনুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আপাতত আমরা রসায়ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করেছি।’

প্রশাসনের সহযোগিতা পেলে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য হ্যান্ড স্যনিটাইজার তৈরি করা হবে বলে জানান তিনি।

এ ব্যাপারে জবি উপাচার্য ড. মীজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘হ্যান্ড স্যানিটাইজার তৈরির জন্য রসায়ন বিভাগকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা করা হবে।’

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago