ইউরোর পর পিছিয়ে গেল কোপা আমেরিকাও

করোনাভাইরাসের কারণে এক বছর স্থগিত করা হয়েছে ইউরো চ্যাম্পিয়নশিপ। এবার সে ধারাও পিছিয়ে গেল কোপা আমেরিকাও। মঙ্গলবার বিকেলে এ সংবাদ নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমিবল)। অল্প সময়ের ব্যবধানে দুই মহাদেশীয় টুর্নামেন্ট পিছিয়ে যাওয়ার খবর মিলল।

করোনাভাইরাসের কারণে এক বছর স্থগিত করা হয়েছে ইউরো চ্যাম্পিয়নশিপ। এবার সে ধারাও পিছিয়ে গেল কোপা আমেরিকাও। মঙ্গলবার বিকেলে এ সংবাদ নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমিবল)। অল্প সময়ের ব্যবধানে দুই মহাদেশীয় টুর্নামেন্ট পিছিয়ে যাওয়ার খবর মিলল।

চলতি বছরের ১২ জুন আর্জেন্টিনা ও কলম্বিয়াতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবারের কোপা। চলত ১২ জুলাই পর্যন্ত। তবে ইউরোর মতো এ আসরও এক বছর  পিছিয়ে দেওয়া হয়। নতুন সূচি অনুযায়ী, আগামী বছরের জুন-জুলাইয়ে অনুষ্ঠিত হবে এ আসর।

কনমিবলের জরুরী সভায় সদস্য দেশগুলোর সঙ্গে বৈঠকের পর এক বিবৃতিতে কনমিবল প্রেসিডেন্ট আলেহান্দ্রো ডমিঙ্গুয়েজ বলেছেন, 'বিশ্ব ও এ অঞ্চলে করোনাভাইরাস সংক্রান্ত সমস্ত ঘটনা পর্যবেক্ষণ করে এবং জনস্বাস্থ্যের জন্য সতর্কতা অবলম্বন করতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সুপারিশে কনমিবল কোপা আমেরিকার ৪৭তম আসরটি ২০২১ সালের ১১ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে।'

এশিয়া ও ইউরোপে মহামারি আকারে করোনা ভাইরাস ছড়িয়ে পড়লেও ল্যাতিন আমেরিকায় সংক্রামণ কিছুটা কম। তারপরও বাড়তি সতর্কতা অবলম্বন করে এ বছর কোপা আয়োজন না করার সিদ্ধান্ত নেয় কনমিবল। এ প্রসঙ্গে কনমিবল সভাপতি যোগ করে আরও বলেন, 'এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কোন পরিমাপ নেই এবং এ ভাইরাসের মাত্রা যাতে আরও বেড়ে না যায়, তাই আমাদের এ সিদ্ধান্ত নিতে হয়েছে।'

কোপা আমেরিকার অন্যতম স্বাগতিক দেশ আর্জেন্টিনায় এখন পর্যন্ত ৬৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গিয়েছেন ৩ জন। আরেক স্বাগতিক কলম্বিয়ায় আক্রান্তের সংখ্যা ৬৫ জন। তবে দেশটি কেউ এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায়নি।

Comments

The Daily Star  | English
Tofazzal beaten to death at DU

Man beaten to death in DU hall

He was suspected to have stolen students' mobile phones

1h ago