সৌদিতে মসজিদে নামাজ বন্ধ, নিষেধাজ্ঞার বাইরে মক্কা-মদিনা
পবিত্র মক্কা ও মদিনা ছাড়া সৌদি আরবের সব মসজিদে জামাতে নামাজ আদায় ও জুমার নামাজ আপাতত বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
আজ বুধবার গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে।
করোনাভাইরাসে প্রতিরোধে গতকাল সৌদি কর্তৃপক্ষ এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। তবে মক্কা ও মদিনা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তারা এই ব্যবস্থা নিয়েছে।
মক্কার মুসলিম ওয়ার্ল্ড লিগের মহাসচিব মোহাম্মদ আল-ইসা বলেছেন, ‘এটি ইসলামী শরিয়া ও এর বিধি মেনেই করা হয়েছে। তাই সবার উচিত এই সিদ্ধান্ত মেনে চলা। সবাই জানেন গণজমায়েত বন্ধ করা ছাড়া এই মহামারি প্রতিরোধ করা সম্ভব নয়।’
তিনি আরও বলেন, ‘ইসলামী শরিয়া পরামর্শ দেয় খাবার খাওয়ার পরে কারো মুখ দিয়ে গন্ধ বের হলে তার নামাজে যাওয়ার দরকার নেই। কারণ, মুখের গন্ধে অন্যদের মাঝেও মারাত্মক ভাইরাস ছড়াতে পারে।’
Comments