বরিশালে কোচিং সেন্টার চালু রাখায় ৫ দিনের জেল
করোনাভাইরাস সতর্কতায় সরকারি নির্দেশ অমান্য করে কোচিং সেন্টার চালু রাখার দায়ে বরিশালে একজনকে পাঁচদিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্ত সুমন রায় নগরীরর ‘রাইট একাডেমি’ কোচিং সেন্টারের একজন ব্যবস্থাপক।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান বলেন, ‘আইন লঙ্ঘন করায় তাকে এই শাস্তি দেওয়া হয়েছে। এছাড়া কয়েকটি কোচিং সেন্টারকে সতর্ক করা হয়েছে।’
ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলবে বলে জানিয়েছেন তিনি।
Comments