ঢামেকের ৪ চিকিৎসক হোম কোয়ারেন্টিনে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের চার চিকিৎসককে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এক করোনা রোগীর সংস্পর্শে আসায় তাদেরকে হোম কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত হয়।
আজ বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক মুজিবুর রহমান দ্য ডেইলি স্টারকে এর সত্যতা নিশ্চিত করেছেন।
অধ্যাপক মুজিবুর রহমান জানান, কিডনি সমস্যা নিয়ে আট থেকে নয়দিন আগে বিদেশ ফেরত এক রোগী ঢামেক হাসপাতালে ভর্তি হন। তার ডায়ালাইসিস করা হয়। লক্ষণ দেখে ডাক্তারদের সন্দেহ হয় তিনি করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন। পরীক্ষার জন্য উত্তরায় কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে পাঠানো হলে জানা যায় তিনি করোনাভাইরাসে আক্রান্ত।
আজ সকালে ঢামেকে এক জরুরি মিটিং শেষে ওই রোগীর চিকিৎসা করা চার চিকিৎসককে হোম কোয়ারেন্টিনে পাঠানোর সিদ্ধান্ত হয়।
ভবিষ্যতে এধরনের পরিস্থিতি মোকাবেলায় কি ব্যবস্থা নিচ্ছেন জানতে চাইলে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘যাদের জ্বর, ঠাণ্ডার মতো সমস্যা তাদের বাসায় থেকে স্থানীয়ভাবে চিকিৎসা নিতে অনুরোধ করা হচ্ছে। যদি কারো শ্বাসকষ্ট হয় তাহলে কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালসহ যেসব হাসপাতাল করোনাভাইরাসের চিকিৎসার জন্য নির্ধারিত করা হয়েছে সেখানে যান।’
Comments