শেয়ার লেনদেনের সময় কমানোর সিদ্ধান্ত ডিএসইর
করোনাভাইরাস প্রতিরোধ ও পুঁজিবাজারের অব্যাহত দরপতন লাঘবে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সময়সীমা কমানো হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়ে লেনদেন শেষ হবে দুপুর দেড়টায়। যা এতদিন পর্যন্ত দুপুর আড়াইটা পর্যন্ত চলে আসছিল।
আজ এক জরুরি বোর্ড সভায় ডিএসই এ সিদ্ধান্ত নিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএসই জানায়, সারা বিশ্বের করোনাভাইরাসের পরিস্থিতি বিবেচনায় সরকার স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করেছে। এ অবস্থায় ডিএসইও লেনদেন সময়সীমা কমানোর পাশাপাশি মোবাইলে ও ডিজিটাল উপায়ে লেনদেন করার পরামর্শ দিয়েছে।
এদিকে আজ দিনভর পুঁজিবাজারে লেনদেন বন্ধ করে দেওয়ার গুজব ছিল। বিশেষ করে পুঁজিবাজারে বড় দরপতন হওয়ায় এটি আরও জোরালো হয়।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৬৮ পয়েন্ট বা ৪ দশমিক ৪৬ শতাংশ।
বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের খবর আসার পর থেকে আজ পর্যন্ত ডিএসইর সূচক কমেছে ৭৮০ পয়েন্ট বা ১৮ দশমিক ৪১ শতাংশ।
এদিকে করোনা ভাইরাসের ভয়ে বিশ্বের সব দেশের পুঁজিবাজারেই দরপতন হচ্ছে। তবে ফিলিপাইন এবং জর্ডান ছাড়া কেউ স্টক এক্সচেঞ্জ বন্ধের ঘোষণা দেয়নি।
নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে জানানো হয়েছে তারা যেকোনো পরিস্থিতিতে লেনদেন বন্ধ করবে না। এসব বিবেচনা করেই ডিএসইও লেনদেন বন্ধ করার সিদ্ধান্ত নেয়নি।
Comments