যুক্তরাজ্য থেকে ফিরেই মুজিববর্ষের অনুষ্ঠানে কামরান

যুক্তরাজ্য ভ্রমণ করে ১৫ মার্চ দেশে ফিরেই সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। বিদেশ ফেরতদের বাধ্যতামূলক ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার সরকারি নির্দেশ থাকলেও মুজিব শতবর্ষের অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি।
সিলেটে মুজিববর্ষের অনুষ্ঠানে বদরউদ্দিন আহমদ কামরান। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্য ভ্রমণ করে ১৫ মার্চ দেশে ফিরেই সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। বিদেশ ফেরতদের বাধ্যতামূলক ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার সরকারি নির্দেশ থাকলেও মুজিব শতবর্ষের অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে কামরান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমি ইনশাল্লাহ শতভাগ নিশ্চিত যে এই ধরনের রোগে আক্রান্ত না। কারণ তারা (স্বাস্থ্য বিভাগ) যে ফরম দিয়েছেন তা ফিলআপ করে দিয়েছি, আর সিলেট এয়ারপোর্টে নামার পর তারা আমাকে চেকআপ করে দেখেছে। আর ওই ধরনের রোগের উপসর্গ যেটা, এগুলো কিছুই আমার মধ্যে নেই।’

বিদেশ থেকে ফিরে স্বেচ্ছায় হলেও কোয়ারেন্টিনে থাকতে হবে বলে সরকারি নির্দেশনায় বলা হচ্ছে, সেক্ষেত্রে আপনার চিন্তাভাবনা কী? জবাবে কামরান বলেন, ‘আমি তো একদম আনকনশাস মানুষ না, আমি অনেকটা সচেতন। আমি যদি বিন্দুমাত্র এটা টের পেতাম লন্ডন থাকা অবস্থায়, তাহলে হয় আমি দেশে আসতাম না, আর দেশে আসলেও অন্য কোথাও মিশতাম না। আমি ইনশাল্লাহ আশাবাদী, আমার শরীরের যে অবস্থা, তাতে আমি পুরোপুরি সুস্থ বলতে পারি। যে কারণে বিষয়টাকে আমি এভাবেই দেখছি।’

দেশে ফিরে ধানমন্ডির ৩২ নম্বরে মুজিব শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ কর্মসূচিতেও ছিলেন কামরান। 

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) বিদেশফেরত সবাইকে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়। এরপর গত সোমবার বিদেশফেরতদের বাধ্যতামূলক ১৪ দিন কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এই নির্দেশনা লঙ্ঘন করলে তার বিরুদ্ধে সংক্রামক রোগ নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ‘সরকারি প্রোগ্রাম, ট্রেনিং বা সাধারণ লোকজন যেই আসুক, তাকে অবশ্যই ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে, এ বিষয়ে কারও ছাড় নেই।’

একই সঙ্গে সবাইকে জনসমাগম এড়িয়ে চলার কথা বলেছে আইইডিসিআর। বিদেশ থেকে ফিরে হোম কোয়ারেন্টিনের শর্ত লঙ্ঘন করার ঘটনায় ভ্রাম্যমাণ আদালত দিয়ে জরিমানাও করা হচ্ছে গত কয়েক দিন ধরে। 

Comments

The Daily Star  | English
DHL Daily Star Bangladesh Business Awards 2023

DHL, Daily Star honour five business luminaries for outstanding achievements

The theme of this year's event is "Bangladesh on the rebound".

7h ago