বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত ২ লাখের বেশি, মৃত্যু ছাড়িয়েছে ৮ হাজার
নতুন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে। আজ বুধবার পর্যন্ত মারা গেছে আট হাজারের বেশি মানুষ।

নতুন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে। আজ বুধবার পর্যন্ত মারা গেছে আট হাজারের বেশি মানুষ।
আজ বুধবার যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটি এ তথ্য জানিয়েছে।
সেইসঙ্গে ৮০ হাজার মানুষ এই সংক্রমণ থেকে সেরে উঠেছেন বলেও জানানো হয়েছে।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ইউরোপের পর দক্ষিণ-পূর্ব এশিয়ায় দ্রুত করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে জানিয়ে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে।
Comments