অবরুদ্ধ হতে পারে লন্ডন

করোনাভাইরাসের প্রভাবে ইউরোপের অন্যান্য শহরের মতো লন্ডনও অবরুদ্ধ হতে পারে। কারণ, বরিস জনসন ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন এই ভাইরাস মোকাবিলায় দ্রত কার্যকর উদ্যোগ নিতে প্রস্তুত আছেন তিনি।
জনশূন্য লন্ডলে একটি মাস্ক ঝুলছে। ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের প্রভাবে ইউরোপের অন্যান্য শহরের মতো লন্ডনও অবরুদ্ধ হতে পারে। কারণ, বরিস জনসন ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন এই ভাইরাস মোকাবিলায় দ্রুত কার্যকর উদ্যোগ নিতে প্রস্তুত আছেন তিনি। 

আজ বৃহস্পতিবার দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী জানান, প্রয়োজন হলে দেশের মানুষকে নিরাপদ রাখতে কঠোর উদ্যোগ নিতে পিছপা হবেন না তিনি। কারণ, দেশটির কর্মকর্তারা জানতে পেরেছেন দেশের অন্যান্য শহরের চেয়ে রাজধানী বেশি ঝুঁকিতে আছে।

প্রতিদিনের নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা সবসময় বলেছি সঠিক সময়ে সঠিক ব্যবস্থা গ্রহণ করব।’ 

গতকাল পর্যন্ত যুক্তরাজ্যে  নতুন করে আরও ৯৯৩ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ হাজার ৬২৬ জন এবং মারা গেছেন ১০৬ জন।  

Comments

The Daily Star  | English
Bangladeshi migrant workers in gulf countries

Can we break the cycle of migrant exploitation?

There has been a silent consensus on turning a blind eye to rights abuses of our migrant workers.

8h ago